ঘটনায় ঐ কিশোরী অসুস্থ হয়ে পড়লে সোমবার সকালে কিশোরীর পরিবারের লোকজন তাকে ভর্তি করে তুফানগঞ্জ হাসপাতালে ।ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন।ঘটনায় অভিযুক্ত যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ঐ কিশোরী পাতানো মামার বাড়ির উঠোন দিয়ে যাবার পথে গুটকা আনতে বলে ঐ কিশোরীকে। গুটকা আনলে ফাঁকা বাড়ির সুযোগে ঐ নাবালিকা কে জোর পূর্বক ধর্ষনের করে বলে অভিযোগ।