শনিবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার অন্তর্গত বেনীপুর ভাঙ্গনপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হলো তিন শিশুর। নিহতরা হলো সাহিল (৯), আদিল (৯) এবং সাজিদা (৭)। রাতের অন্ধকারে হঠাৎ আগুনে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায় শোয়ান শেখ ও নয়ন শেখ দুই ভাইয়ের বাড়ি। মৃত তিন শিশু শোয়ান শেখের সন্তান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বাড়ি পাটকাঠি দিয়ে তৈরি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে