ব্যাগ ভর্তি ঔষধ পড়ে রয়েছে রাস্তায়, বিভিন্ন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রকৃত মালিককে ব্যাগ ফিরিয়ে দিল রবিবার চারটে ত্রিশ মিনিটে ভাতারের ওরগ্রাম ফাঁড়ির পুলিশ। ভাতারের ওরগ্রাম nh টু বি জাতীয় সড়কের ওপর পড়ে রয়েছে একটি বড় ব্যাগ। পুলিশের নজর আসতেই সেই ব্যাগ উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। পুলিশ প্রকৃত মালিক কে ফিরিয়ে দিল সেই ব্যাগ।