সোমবার সকাল থেকে সারাদিন ধরে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের নয়াবসানে শেখ জাহিরুল আলী নামে এক বালি ব্যাবসায়ীর বাড়িতে ইডির হানা।বালি কারবারিদের বিরুদ্ধে বড়সড় অভিযান।জানা গেছে,প্রায় ১২ ঘণ্টা ধরে অভিযান চালানোর পর কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট -এর আধিকারিকরা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার নয়াবসান এলাকায় শেখ জাহিরুল আলীর বাড়ি থেকে একে একে বেরিয়ে আসেন।