পূর্ব মেদিনীপুর জেলার খোদামবাড়ির মেধাবী ছাত্রীর চরম সিদ্ধান্ত ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য,নিট পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট তবুও সে চায়নি ডাক্তার হতে বাবা মার জোর করতেই চরম সিদ্ধান্ত নেয় ওই ছাত্রী,ছাত্রীর নাম দীপশিখা মাইতি.আজি বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই গতকাল গভীর রাতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে.সে ডাক্তারি এবং গবেষণায় পাস করেছিল |সে চেয়েছিল গবেষণা করতে |কিন্তু পরিবারের চাপাচাপিতে রাগে অভিমানে আত্মঘাতী হয় ওই ছাত্রী