Mathurapur 2, South Twenty Four Parganas | Jun 5, 2025
প্রত্যেক বছর বর্ষার সময়ই দেখা যায় সুন্দরবন নদীমাতৃক এলাকার নদী বাঁধে ফাটল ফলে আতঙ্কে দিন কাটাতে হয় নদী মাত্রিক এলাকার বসবাসকারীদের সেই নদী বাঁধ মেরামত করার দাবিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিট নাগাদ রায়দিঘি ব্রিজ হইতে কাছারি পর্যন্ত পথরেলী করেন SUCI পার্টির কর্মীরা । আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে।