পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের চন্দনপুরের পাটনায় পরকীয়ার জেরে স্বামীকে খুন করল স্ত্রী গ্রেপ্তার স্ত্রী স্ত্রীকে কাথি আদালতে পেশ করল পুলিশ অভিযোগ কত ২৯ শে আগস্ট রাতে ত্রি আর অন্যবেড়ার স্বামী গৌতম বারাকে ঘুমের ঔষধ খেয়ে শ্বাস রোধ করে খুন করে বলে অভিযোগ | পরিবারের লোকজন গৌতমকে দীঘা হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে |পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় |গৌতমের বাবা সুবল চন্দ্র বেড়া খুনির অভিযোগ দায়ের করে তার স্ত্রীর বিরুদ্ধে |