পানীয় জল,বিদ্যুৎ,রাস্তা সহ গ্রামের বিভিন্ন সমস্যা সমাধানে পূর্ব হরিনাগ্রাম পঞ্চায়েতে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।৯ সেপ্টেম্বর বেলা ১ ঘটিকায় এই সভা অনুষ্ঠিত হয়েছে।গ্রাম পঞ্চায়েতের সচিব,প্রধান,উপ প্রধান,নির্বাচিত সদস্য সদস্যাদের নিয়ে এই সভা।পুজার মরশুমে রেগার কাজ করানো,রেগা শ্রমিকদের রেগার কাজ দেওয়া,পাড়াগুলি পরিস্কার,রাস্তা সংস্কার,জল নিস্কাশনের ড্রেনগুলি পরিস্কার করা, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তা আলোচনা করা হয়