কদমতলায় স্থায়ী গ্যাস এজেন্সি নির্মান নিয়ে দ্বন্দ্ব এই ঘটনায় চরম ক্ষোভে ফেটে পড়েন কদমতলা বাসী। স্থানীয়দের উপস্থিতিতে কদমতলা চন্দ্রকলা টাউন হলে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। পরবর্তীতে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, কদমতলা ব্লকের বিডিও সঞ্জীব দেবনাথ সহ এক প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে ডেপুটেশনের মাধ্যমে স্মারকলিপি জমা করেন।