৫ টাকায় চলবে ৭০ কিলোমিটার পথ। নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন! অবিশ্বাস্য হলেও ইন্ডিয়ান ইভির তরফ থেকে এমনই ব্যাটারি চালিত স্কুটি আনা হল বালুরঘাটের বাজারে। আর তেল খরচ নিয়ে ভাবতে হবে না আপনাকে। মাত্র ৩৫ হাজার টাকায় মিলবে এই ব্যাটারি চালিত স্কুটি। যা একবার চার্জ দিলে চলবে ৭০ কিলোমিটার। পুজোর আগে ব্যাটারি চালিত স্কুটি নেওয়ার চিন্তা ভাবনা থাকলে আসতে হবে বালুরঘাটের মঙ্গলপুর যোগমায়া এলাকায়।