বাইক ও টোটো সংঘর্ষের জেরে বাইক আরোহী গুরুতর জখম হয়। এরপর স্থানীয়রা জখম ওই মোটরবাইক আরোহী কে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে জখম ওই বাইক আরোহীর নাম সামীম আকতার। বয়স ২৯ বছর। বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার সূর্যাপুর গ্রাম এলাকায়। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত্রি ৯ টা নাগাদ গাজোল ধর্মতলা সড়ক এলাকায়।এরপর ওই বাইক আরোহীর অবস্থা অবনতি হলে পরে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন।স্থানীয় স