বুধবার দুপুর আড়াইটে নাগাদ জামুরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় এক সমবায় ব্যাংক কর্মচারীর মৃত্যু হয়। ১৪ নম্বর জাতীয় সড়কের তাপসী ওভারব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম দীননাথ পাল (৪৬ বছর) এবং তিনি কুনুস্তোরিয়া এলাকার একটি কমপ্লেক্সে থাকতেন।দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে কেন্দা ফাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত দীননাথ পালকে পাঞ্জাবি মোড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন