উদয়পুর মহারানী ফাঁড়ি থানার অন্তর্গত জামতলা বাজার তথা ব্যারিজ সংলগ্ন এলাকায় রফিক আলম নামে এক যুবক তার দিদাকে দা দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা তদন্তে ছুটে যায় গোমতির জেলা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে। এছাড়া মহকুমা পুলিশ আধিকারিক, আর কে পুর থানার ওসি সহ অন্যান্য পুলিশ অফিসার ছিল ঘটনাস্থলে। সাংবাদিক জানা যায় রফিক আলম সোমবার রাতে জামতলা বাজারে দুই যুবকের সাথে মারপিট করে। সেই ঘটনা থেকে পরিস্থিতি উত্তপ্ত ছিল জামতলা