শনিবার রানাঘাট কলেজের ছাত্রছাত্রীরা মিলে প্রথম বর্ষের মা কালীর আরাধনায় মেতে উঠলো, শনিবার রানাঘাট কলেজের ছাত্রছাত্রীরা রাতের বেলায় মা কালীর আরাধনায় মেতে উঠলো, সকলের মঙ্গল কামনা করে এবং কলেজের সকল ছাত্র-ছাত্রীর মঙ্গল কামনা ও শান্তি চেয়ে তাদের এই আরাধনা বলে জানা যায়, এবারের প্রথম বর্ষের আরাধনায় তারা সকলে মিলে আগামী দিনেও যাতে সামিল হতে পারে সেই কথায় ছাত্ররা জানায় আর শনিবার রাত ১০ টা নাগাদ এক ছাত্র সাংবাদিকদের ক্যামেরার সামনে কি জানালেন শোনাবো আপনাদের।