প্রতিটি হিন্দু সনাতনীর ঘরে ঘরে গীতার বাণী পৌছে দিয়ে হিন্দু সমাজকে জাগরিত করার উদ্দেশ্য নিয়ে মালদায় সহস্র কণ্ঠে গীতাপাঠের আয়োজন।রবিবার মালদা টাউন হাইস্কুলের মাঠে সহস্র কণ্ঠে গীতাপাঠের আয়োজন করলেন সনাতন সংস্কৃতি সংসদের সদস্যরা। তারা এদিন সকাল ৯টা থেকে সহস্র কণ্ঠে গীতাপাঠ শুরু করেন। এদিনের এই গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী হিরন্ময়নন্দ মহারাজ, কার্তিক মহারাজ, পদ্মশ্রী কমলি সোরেন। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুন্নু।