হরিশ্চন্দ্রপুর থানা এলাকার অন্যতম বড় পুজো অঙ্কুর সংঘের দুর্গাপূজা। এ বছর ৫২ তম বর্ষে পদার্পণ করেছে। খুঁটি পূজার মধ্য দিয়ে পূজা প্রস্তুতির সূচনা করলো উদ্যোক্তারা। এবছরের পূজার থিম কৈলাসে মহাদেব। পূজা কমিটির সমস্ত সদস্যদের উপস্থিতির মধ্য দিয়ে পূজা অর্চনা মাধ্যমে পূজা প্রস্তুতির সূচনা করে দেওয়া হয়। ক্লাবের সম্পাদক দ্রোণাচার্য ব্যানার্জীর উপস্থিতিতে খুঁটে পূজা সম্পন্ন হয়। প্রায় ছয় লক্ষ টাকার বাজেটে এ বছরের পূজা সকলের নজর কারবে বলছে উদ্যোক্তারা।