রাস্তা তৈরীর দাবীতে পানিশালা দীপনগর এলাকায় রাস্তা অবরোধ। স্কুলের পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে শুক্রবার দুপুর থেকে। যার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। এদিন দুপুরে বিক্ষোভকারীর জানান পানিশালা গ্রাম পঞ্চায়েতের তিনটি রাস্তা কোনও দিন তৈরী হয়নি। যার জন্যই এদিন বিক্ষোভ অবরোধ কর্মসূচী।অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন এবং ৭ নং শীতগ্রাম কমিটির পক্ষ থেকে পথ অবরোধ করে চলছে বিক্ষোভ কর্মসূচি।