রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বৃহস্পতিবার হুগলির বৈদ্যবাটি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে "আমাদের পাড়া আমাদের সমাধান" কর্মসূচি পরিদর্শনে বৈদ্যবাটী পৌরসভা পৌর প্রধান পিন্টু মাহাতো, সিআইসি মেম্বার সমর বাগচী, পৌর সদস্যা শম্পা সরকার এবং অন্যান্যরা। পৌর প্রধান উপস্থিত হয়ে সাধারণ মানুষের বিভিন্ন অসুবিধার কথা শুনে নেন এবং তা ক্যাম্পের মাধ্যমে সমাধান হবে বলে আশ্বাস দেন।