আসাম রাজ্য মহিলা কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হলেন শিপ্রা গুণ,তাকে বিশাল রেলির মাধ্যমে নিয়ে আসা হলো নিলামবাজারে। আসাম রাজ্য মহিলা কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হলেন বিজেপি নেত্রী তথা নিলামবাজারের বাসিন্দা শিপ্রা গুণ। তিনি মঙ্গলবার গুয়াহাটি থেকে শ্রীভূমি জেলায় আসেন। সেই উপলক্ষে রাজ্য মহিলা কমিশনের সদস্য শিপ্রা গুণকে শ্রীভূমির নিলামবাজারে এক রেলির মাধ্যমে বরণ করেন বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তা সহ সমর্থকরা।