ভাতারের কালুকতাক গ্রামের ১৭১ নম্বর আইসিডি সেন্টারে সাদা ভাত দেয়ার অভিযোগ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। সোমবার ১ঃ০০ টার সময় গ্রাম পঞ্চায়েতের সদস্য জানান এ বিষয়ে আমি ব্লক অফিসে অভিযোগ করেছি। পূর্ব বর্ধমান জেলার ভাতারের কালুকতাক গ্রামে আজ অর্থাৎ সোমবার ১৭১ নম্বর আই,সি,ডি,এস সেন্টারে বাচ্চাদের কেবলমাত্র ভাত দিয়েছে কোন ডিম বা তরকারি দেয়নি এই অভিযোগে এলাকার মহিলারা ক্ষোভ দেখান সেন্টারের সামনে।