সিতাই পঞ্চানন সংঘের ৫৬তম ঐতিহ্যবাহী দুর্গোৎসবের খুঁটিপুজো বুধবার সকাল ১১টায় সম্পন্ন হলো। খুঁটিপুজার মধ্য দিয়ে শুরু হলো এবারের দুর্গাপূজার প্রস্তুতি। এবছর পঞ্চানন সংঘের থিম থাকছে “চাঁদের দেশে”! ক্লাবের সভাপতি বিশু রায় প্রামানিক জানান, “আমাদের এবারের থিমে মানুষ যেমন বিনোদন পাবে, তেমনই শিক্ষণীয় কিছু দিকও তুলে ধরা হবে। চাঁদের মাটি দেখতে কেমন, মহাকাশচারীরা কীভাবে চাঁদে পৌঁছান এসবই আমাদের প্যান্ডেলের থিমে সাজানো থাকবে। সমাজের কাছে আমরা একটি শিক্ষণীয় বার্তা।