বানিজ্য নগরী মুম্বাইয়ের পাশাপাশি সিদ্ধিদাতা গনেশের পুজোয় মেতে উঠেছে বাংলাও। প্রতি বছর ঝাড়গ্রাম জেলার ব্লকে ব্লকে ক্রমবর্ধমান ভাবে বৃদ্ধি পাচ্ছে গনেশ পুজো। বুধবার বিনপুর ১ ব্লকের বিনপুরে আমরা সবাই কমিটির উদ্যোগে জাঁকজমক ভাবে গনেশ পুজোর আয়োজন করা হয়। এটি এই গনেশ পুজো কমিটির ১২ তম বর্ষের পুজো। পুজো কে ঘিরে মেতে ওঠেন এলাকার মানুষ জন। এদিন দুপুর নাগাদ পুজো দিতে ভীড় হয় পূণ্যার্থীদের। দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে অন্ন ভোগ বিতরণ