ঘটনার 5 দিন পরেও অভিযুক্তদের গ্রেফতারের কোন হদিস নেই মধুপুর থানা পুলিশের। অভিযোগকারীদের অভিযোগ মোটা অংকের টাকা খেয়ে মধুপুর থানার পুলিশ এবং এলাকার কিছু মাতব্বর তাদেরকে আগাম জামিন করে নিয়েছে। এদিকে গত পাঁচদিন পূর্বে প্রচণ্ড ভাবে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কমলাসাগর মিয়াপাড়া এলাকার রাজু মিয়ার স্ত্রী কমলা আক্তার।