শতবর্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ মহালয়ার দিন বাংলা জুড়ে শতবর্ষ পূর্তি উদযাপন। রবিবার একই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদেও। এদিন রাষ্ট্রীয় সেবক সঙ্ঘের হেমতাবাদ খন্ডের উদ্যোগে শালবাগান এলাকা থেকে একটি মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিমল দাস, বিপ্লব সরকার, হারাধন সরকার সহ রাষ্ট্রীয় সেবক সঙ্ঘের হেমতাবাদ খন্ডের অন্যান্য সদস্যরা।