Mathurapur 2, South Twenty Four Parganas | Jun 5, 2025
SUCI পার্টির পক্ষ থেকে ভেঙে যাওয়া ও দুর্বল নদী বাঁধ অবিলম্বে মেরামত করতে হবে ও ক্ষতিগ্রস্ত মানুষদের উপযুক্ত ক্ষতিপূরণ ও সমগ্র সুন্দরবন এলাকায় সু উচ্চ মজবুত স্থায়ী বাঁধের দাবিতে রায়দিঘি ইরিগেশন দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন দেন মথুরাপুর দু'নম্বর ব্লক এলাকার SUCI পার্টির কর্মীরা ।পাশাপাশি এ বিষয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকাল তিনটে 20 মিনিট নাগাদ পাবলিক অ্যাপে কি বললেন SUCI পার্টির এক সদস্য চলুন শুনে নেওয়া যাক সরাসরি পাবলিক অ্যাপে তিনি ঠিক কি বললেন।