Mathurapur 2, South Twenty Four Parganas | Aug 24, 2025
মথুরাপুর দু'নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজ অর্থাৎ রবিবার সকাল দশটা নাগাদ থেকে শুরু হয়েছে রায়দিঘী ইকো ট্যুরিয়াম পার্কের দীঘিতে মাছ ধরা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা থেকে এক প্রতিযোগি ১৮ কিলো ওজনের একটি দেশি ভেটকি মাছ ধরেছেন বলে জানা যায়। আর এই খবর চাউর হতে মাছ ধরার জন্য আগ্রহী হয়েছেন এলাকার মৎসপ্রেমী মানুষ। আর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি পাবলিক অ্যাপে মূলত ইকোটোরিজম পার্কের উন্নয়ন করার উদ্যোগে এই প্রতিযোগিতা দেওয়া হয়েছে বলে খবর।