বারবিল ঋষিপাড়া এলাকায় মহিলাদের দ্বারা আয়োজিত হয় মা বিপদনাশিনী পূজা এদিন দুপুর ২ টা নাগাদ দেখা যায় এলাকার মহিলারা বিপদনাশিনী পূজায় ব্রতি হয়েছে। সকাল থেকেই ভালো সংখ্যায় মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মহিলাদের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয় মূলত মা বিপদনাশিনী পূজাকে কেন্দ্র করে। উপস্থিত ছিলেন গ্রামের মেম্বার অনিতা ঋষি দাস, অপর্ণা ঋষি দাস। দলপ