দুর্গা বাড়ি এলাকায় ড্রেন নির্মাণ করতে গিয়ে গ্যাস সরবরাহকারী পাইপ লাইন ফেটে যায়। নির্গমন হতে থাকে গ্যাস। ঘটনাস্থলে ছুটে আসেন গ্যাস সরবরাহকারী সংস্থা টিএনজিসিএল এর আধিকারিকরা। পূর্ত দপ্তরের তরফে পূর্বে এই কাজকে কেন্দ্র করে আগাম কোন বার্তা দেওয়া হয়নি বলে জানেন হয়েছে টিএনজিসিএল এর তরফে।