মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের ধূলিয়ারডাঙ্গা সংলগ্ন এলাকায় এক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিরিশ নাগাদ।স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় বাসিন্দা বিপ্লব বর্মনের বাড়ি থেকে প্রায় ছয় হাজার টাকার সামগ্রী চুরি করে চম্পট দিয়েছে চোর।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।স্থানীয় ওই বাসিন্দা জানান এদিন প্রায় ছয় হাজার টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোর।গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।