পশ্চিম ডামডিমের রায় পাড়ার ধোবি ঝোরা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল মাল থানার পুলিস। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সঞ্জয় হাঁসদা (বয়স ২৭)। তিনি পচ্ছিম ডামডিমের তপন পাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে ধোবি ঝোরার জলে একটি দেহ ভাসতে দেখেন রায় পাড়ার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তারা খবর দেন মালবাজার থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়।