দূর্গা পূজার প্রাক্কালে এক নাবালিকা স্কুল ছাত্রী নিখোঁজকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে নিখোঁজ ছাত্রীর নাম পল্লবী সাহা, বয়স প্রায় ১৭ বছর। গায়ের রং শ্যামলা, উচ্চতা পাঁচ ফিট ২ ইঞ্চি ।বাড়ি গাজোল ব্লকের আলাল অঞ্চলের ময়না নিয়ার পাগার ১২ নং জাতীয় সড়ক এলাকায়। ময়না হাইস্কুলের একাদশ শ্রেণির নাবালিকা ছাত্রী। নিখোঁজ নাবালিকার পরিবার জানিয়েছেন 29 শে সেপ্টেম্বর পারিবারিক বিবাদ হয়।তার পর ওই স্কুল ছাত্রীর সঙ্গে পরিবারের লোকজন খাওয়া-দাওয়া