বর্ধমান এক নম্বর ব্লকের পালিতপুরে কারখানায় কাজ করতে গিয়ে মেশিনের মধ্যে হাত ঢুকে গিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম সুদীপ্ত সাঁই(২৩) বর্ধমান থানার মনগিরা গ্রামে তার বাড়ি। মৃতের কাকা সুমন সাঁই জানান সে পালিত পুরের এক কারখানায় কাজ করতো গতরাতে কারখানার মেশিনের মধ্যে তার ডান হাত ঢুকে গিয়ে কেটে বাদ পড়ে যায় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে Bmch এ নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।