ডিএসপি সঞ্জয় কুমার বলেন,মুর্শিদাবাদ জঙ্গিপুর কোর্টে সাক্ষী দিয়ে নদিয়াতে ফিরেছিলেন।সেই সময় কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কে নজরে আসে একটি দুর্ঘটনা।তড়িঘড়ি নিজেই গাড়ি থেকে নেমে স্থানীয়দের সহযোগিতায় টোটো গাড়িতে থাকা চালকসহ ৭ জন যাত্রীকে নিজের গাড়িতে করে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেন।পাশাপাশি ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে থানায় তুলে দেন DSP সঞ্জয় কুমার।পুলিশের এই এহেনো ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।