This browser does not support the video element.
হাড়োয়া: কুমারপুর স্কুল প্রাঙ্গণে জাতীয় পুষ্টি দিবস পালন, উপস্থিত ছিলেন BDO সহ অন্যান্যরা
Haroa, North Twenty Four Parganas | Sep 2, 2025
জাতীয় পুষ্টি দিবস উপলক্ষে হাড়োয়া ব্লকের বকজুড়ি পঞ্চায়েতের উদ্যোগে হাড়োয়া আইসিডিএস প্রজেক্টের তত্ত্বাবধানে কুমারপুকুর স্কুল প্রাঙ্গণে পুষ্টি দিবস অনুষ্ঠান আয়োজন করা হয় মঙ্গলবার বিকেল চারটে নাগাদ।উপস্থিত ছিলেন হাড়োয়ার বিডিও অতনু ঘোষ ,জয়েন বিডিও অনিমেষ পাল,হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি আব্দুল খালেক মোল্লা সঞ্জীব মন্ডল,হাড়োয়া থানার পুলিশ অফিসার গৌতম নস্কর,বিশিষ্ট সমাজসেবী ফরিদ জমাদার সহ বিশিষ্টজনরা।