আলিপুরদুয়ার মায়া সিনেমা হল ভাঙ্গার শুরু হয়েছে। এমনটাই দেখা গেল বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ আলিপুরদুয়ার মায়া টকিস রোড এলাকায় গিয়ে। মায়া সিনেমা হলে পাশেই তৈরি হবে সুইমিং পুল। আর এর জন্যই মায়া সিনেমা হল ভেঙ্গে ফেলা হচ্ছে যদিও এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আলিপুরদুয়ারে।