তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের অভিরামপুর এলাকায় গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক বৃদ্ধের। জানা গিয়েছে, মৃতের নাম জিরকু উরাও (৭০)। ওই গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে গ্রামসংলগ্ন গাছে তাঁর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তপন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তিনি ছোট মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। এদিকে মঙ্গলবার তাঁর একমাত্র ছেলে হায়দ্রাবাদে কাজে চলে যান। বিষয়টি জানতে পেরে অভিমান