পূর্বাঞ্চল কল্যাণ আশ্রমের বিশেষ শিবির অনুষ্ঠিত হচ্ছে নলহাটিতে। নলহাটির একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে আজ থেকে শুরু হয়েছে পূর্বাঞ্চল কল্যান আশ্রমের দুদিনের বিশেষ শিবির। আজ সন্ধ্যা ৮টা নাগাদ শুরু হয় বিশেষ সম্মেলন নলহাটি এলাকার মানুষ জনদের নিয়ে। কলকাতা এবং হাওড়া থেকে আগত প্রায় ১১০ জন পূর্বাঞ্চল কল্যাণের আশ্রমের প্রতিনিধিরা যোগ দিয়েছেন এই বিশেষ শিবিরে এবং আজ নলহাটি এলাকার বিশিষ্টজন ও শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজনকে নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়।