নিম্নচাপের জেরে টানা বৃষ্টিপাতের কারণে ভেসে গেল একমাত্র যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো। আর সেই বিপর্যয়ের জেরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক লোধা শবর যুবক। ঘটনায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে বিনপুর 2 ব্লক অর্থাৎ বেলপাহাড়ী ব্লকের সন্দাপাড়া গ্ৰাম পঞ্চায়েতের ডড়রা গ্ৰামে। জানা গেছে মৃত যুবকের নাম সুনীল শবর বয়স ৪০ । কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।