শান্তিনিকেতন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের আশ্রম ও তাঁর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেটি সম্প্রতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে, আজ তা অবহেলার চিত্র বহন করছে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং জল জমে থাকা প্রতিদিনের যাতায়াতে অসুবিধা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে সম্মানজনক এই স্বীকৃতির মর্যাদা রক্ষায় অবিলম্বে অবকাঠামোগত উন্নয়ন জরুরি। নইলে শান্তিনিকেতনের ভাবমূর্তি ক্ষু