পথ দূর্ঘটনায় আহত দুই যুবক।বৃহস্পতিবার সকাল ৯.৩০ টা নাগাদ পথ দূর্ঘটনাটি ঘটে মানবাজার থানার মানবাজার বরাবাজার রাজ্য সড়কে মাধবপুর গ্রামের কাছে।এই দুর্ঘটনায় বাইক থেকে পড়ে গিয়ে সাদ্দাম আনসারী ও শেখ মুকবুল আনসারী নামে দুই যুবক আহত হয়।পরবর্তীকালে আহতদের উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে আসা হয়।