116B দীঘা-নন্দকুমার জাতীয় সড়কের উপর চন্ডীপুরের বৃন্দাবনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু। যুবকের নাম বিশ্বজিৎ বেরা।বয়স আনুমানিক 25 বছর। বাড়িপূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর ব্লকের রায়পুর গ্রামে বলে পুলিশ সূত্রে জানাগেছে।