বেলছড়ার কাছপাড়া এলাকায় দুই পারিবারের মধ্যে বিবাদ। এই বিবাদের জেরে খুন এক মহিলা। খুন কাণ্ডে অভিযুক্তকে গ্রেফতার করেছে বাইজাল বাড়ি থানার। ঘটনার বিবরনে জানা গিয়েছে, গত আগস্ট মাসের ১৫ তারিখ খোয়াই মহকুমা বাইজাল বাড়ি থানার অন্তর্গত বেলছড়ার কচাপাড়া এলাকায়। চামিলী ঝরার সাথে এলাকার আপলো মুন্ড মার ধোর করে। পরে জিবি হাসপাতালে মৃত্যু হয়।