বজ্রাঘাতে মৃত্যু হল গড়বেতার একবাসিন্দার স্থানীয় সূত্রে জানা যায়, গড়বেতা থানার ভেদুয়া এলাকার বাসিন্দা মানিক ডিঞা, অন্যান্য দিনের মতোই এদিন মহিষ নিয়ে মাঠে গিয়েছিলেন । দুপুরে বৃষ্টিপাতের সময় বাড়ি আসার পথেই বজ্রপাতের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি । স্থানীয়রা সাথে সাথেই তাকে গড়বেতা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে জানিয়ে দেন। ।