একটি গোডাউনে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গাজোল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের জোত ভৈরব গ্রাম এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। জানা গেছে ওই গোডাউনের মালিকের নাম খিতীশ মন্ডল। তিনি জানিয়েছে তার গোডাউনের ভেতরে সরিষা ও ভুট্টা মজুদ রাখা ছিলো। গোডাউনের সামনেই রাখা ছিলো পাট। আর তার পাসে রাখা ছিলো একটি মটর বাইক। কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। এরপর গ্রামবাসীদের এই ঘটনাটি চোখের নজরে আসলে তড়িঘড়ি গোডাউনের মালিকে খবর দিলে এরপর গ্রামবাস