কুমারী মেয়েদের আকর্ষণীয় মঙ্গল কলসযাত্রার মধ্য দিয়ে কলা বউ স্থাপন করা হলো পুরুলিয়া মফস্বল থানার কুশটাড় গ্রামের ষোল আনা কমিটির দুর্গা মন্দিরে । নির্ধারিত সময়ে গ্রামের একটি জলাশয় থেকে প্রায় দুই শতাধিক কুমারী মেয়ে মঙ্গল কলসে জল ভর্তি করে শোভাযাত্রা সহকারে পৌঁছায় কুস্টার হাট তলায় এলাকার দূর্গা মন্দিরে ।