ত্রিপুরা সরকারের খাদ্য ও জন সরবরাহ দপ্তরের অধীনে ভারতীয় নাগরিকদের সরকারী ন্যায মূল্যের দোকানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী দেওয়ার জন্য যে রেশনকার্ড রয়েছে তা এখন আধার সংযুক্তিকরণ ও QR কোড সম্বলিত ডিজিটাল রেশন কার্ডে রুপান্তরিত করা হয়েছে।আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২নং রেশন শপে ভোক্তা সাধারণ জনগণের হাতে নতুন ডিজিটাল রেশন কার্ড তুলে দেন।