কলকাতা মহানগরীতে ফের গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক। প্রিন্সেপ ঘাটে নৌকায় এক মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় শনিবার এক জনকে গ্রেফতার করে সাউথ পোর্ট থানার পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম দীপনারায়ন ভট্টাচার্য এবং ঘটনাটি ঘটেছে গত মার্চ মাসে।সামাজিক মাধ্যমেই অভিযুক্তের সঙ্গে পরিচয় হয় ওই মহিলার।