পাঁচটি ব্লকের ৭৭ জনের হাতে পাট্টা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পূর্ব বর্ধমানে সভা করেন। সেই সভা মঞ্চ থেকে বিভিন্ন জেলার পাট্টা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। এদিন চুঁচুড়া রবীন্দ্রভবনে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর মহকুমার পাট্টা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই ৭৭ জনের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।