তৃণমূল ছাত্র পরিষদের তরফে অমিত শাহ ও নরেন্দ্র মোদির ছবি পোড়ানোর সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও পুড়িয়ে ফেলা হয়েছে। তারেই প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির প্রতিবাদে পথে নেমেছে সারা ভারত যুব লীগ। বুধবার সন্ধ্যায় হলদিবাড়ির মানিকগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। যুব লীগের রাজ্য কমেটির সদস্য গৌতম দাস জানিয়েছেন, রাজ্য জুড়ে চরম দূর্নীতি ও চাকরি চুরি সহ বিভিন্ন প্রতিষ্ঠানিক দূর্নীতিকে আড়াল করতে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল।