Hingalganj, North Twenty Four Parganas | Sep 1, 2025
পারঘুমটি এলাকায় বাংলাদেশীর হদিশ, এই প্রসঙ্গে সোমবার দুপুর বারোটা নাগাদ প্রতিক্রিয়া দিলেন হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলের এসসি ও ওবিসি সেলের সভাপতি সুরজিৎ বর্মন হিঙ্গলগঞ্জের কালিতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 240 নম্বর বুথে করিম গাজী নামে এক বাংলাদেশী বেশ কয়েক বছর ধরেই অবৈধভাবে বাস করছে। এই করিম গাজীর বাড়ি বাংলাদেশের শোলখালি এলাকায়। অবৈধভাবে তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এই এলাকার সিদ্দিক গাজী নামে এক ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে।